Fiverr Best Review Service in Bangladesh
Fiverr Best Review Service in Bangladesh
আস্সালামু আলাইকুম প্রিয় ফাইবার যোদ্ধারা।
কমন প্রশ্নঃ অর্ডার পাচ্ছি না? মনের দিক থেকে দুর্বল হয়ে পড়ছি!
উত্তরঃ প্রিয় ভাই ও বোন, ফাইবার- এটি একটি ইন্টারন্যাশনাল অনলাইন ডিজিটাল মার্কেট প্লেস, যেখানে বায়ার ও সেলারের দর কষাকষি-কথোপকথনের মাধ্যমে কাজগুলি সম্পূর্ণ হয়ে থাকে অর্থের বিনিময়ে। যেমন একটি বাজার/শপিং মল।
সারা দিন/মাসে যাই বেচা বিক্রি করেন না কেন নির্দিষ্ট একটা চার্জ/ফি দিতে হয় বাজার/শপিং মল কর্তৃপক্ষকে।
গিগ সিলেক্ট করার পূর্বে কিছু ট্রিকস, টিপস মাথায় রাখতে হবে।
০১। আপনি যে বিষয়ে দক্ষ, সেই বিষয়ের উপর বায়ার চাহিদা কেমন?
০২। সেলার কম্পিটিশন কেমন?
০৩। কাজের জটিলতা, মূল্য, ইত্যাদি যাচাই করতে হবে।
০৪। নিউ সেলার থেকে শুরু করে লেভেল-১, লেভেল-২ বা টপ। মনে রাখতে হবে আপনার ম্যাক্সিমাম ২ টা গিগ রেঙ্ক করবে। সুতরাং, গিগ বাছাইয়ে সতর্ক হতে হবে।
০৫। রেঙ্কের বিষয়ে যেহেতু অবগত হলেন, তাই ওই গিগ গুলো সিরিয়ালের ১-৩ এর মধ্যে রাখা ভালো।
০৬। আপনার ড্যাশবোর্ড/প্রোডাক্ট, ভালো করে সাজাতে হবে। মিনিমাম ৫-৬ টা গিগ নিউ সেলারের করা উচিত।
০৭। নতুন অবস্থায় ২৪ ঘন্টা অনলাইন থাকা তা খুবই জরুরি।
০৮। গিগ শেয়ার, গিগ প্রোমোট, ইত্যাদিতে এক্টিভিটিজ রাখতে হবে।
০৯। আপনার কাজ রিলেটেড, নিউ সেলার থেকে ৫ জন, লেভেল-১ সেলার থেকে ৫ জন, লেভেল -২ সেলার থেকে ৫ জন এমন ১৫-২০ জন সেলারকে ফল্লওয়াপ করতে হবে।
১০। নিয়মিত সোশ্যাল মিডিয়া সহ আপনার কাজের পরিচিতি বাড়ান। কাজের অভাব হবে না বলে মনে করি ইনশাআল্লাহ।
No comments